ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্র ডাটাবেজ।
ক্রঃনং | ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম | সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ | সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না | সেবার লিংক | মন্তব্য |
১. | সেবাগ্রহীতাদের জন্য সকল শিক্ষক ও কর্মকর্তাদের অফিস কক্ষ এবং অন্যান্য তথ্য সম্বলিত ডিসপ্লে ব্যানার/ বোর্ড স্থাপন |
এই কলেজের বিভিন্ন সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসী এবং অন্যান্য জনসাধারন। সেবাগ্রহীতারা বিভিন্ন প্রয়োজনে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে থাকেন। এ লক্ষ্যে সেবাগ্রহীতাদের জন্য সকল শিক্ষক ও কর্মকর্তাদের অফিস কক্ষ এবং অন্যান্য তথ্য সম্বলিত ডিসপ্লে ব্যানার/ বোর্ড স্থাপন করা হয়েছে। TCV বিশ্লেষনঃ
|
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে | হ্যাঁ. | ||
২. | একটি জিমনেসিয়াম (ব্যায়ামাগার) স্থাপন | সেবাগ্রহীতাদের মাঝে স্বাস্থ সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ টি গ্রহন করা হয়েছে। | সেবা্/আইডিয়াটি কার্যকর আছে | হ্যাঁ. | ||
৩. | ই-লাইব্রেরী স্থাপন | সেবাগ্রহীতাদের জ্ঞান অর্জনের পথ সহজ ও সুগম করার জন্য অনলাইন লাইব্রেরী প্লাটফর্ম চালু করা হয়েছে। | সেবা্/আইডিয়াটি কার্যকর আছে | হ্যাঁ. | লিংক | |